ধর্ম গেল রসাতলে
লাজ ডুবলো বানের জলে
বেহায়া বাজায় বগল,
হাটে গিয়ে সৈয়দ রাজা
দু' পোটলা খেয়ে গাঁজা
কিনলো একখান ছাগল।


ছাগল শুধু ম্যাঁ-ম্যাঁ করে
সৈয়দ রাজা টুঁটি ধরে
করবে এখন জবাই,
ছাগল বলে হিন্দু আমি
পাঠা হয় না কুরবানী
দোজখে যাবি সবাই!


ছুটে আসলেন মৌলানা
করলেন তাকে ভৎসনা
স্পষ্ট তাে নয় ধর্মে,
ফতোয়া দিলেন ইমামসাব
ঘেটে ঘুটে ক'খান কিতাব
ছাগল হাসে শরমে ।


(ছাগল বলে)
খৎনা দিয়ে খাসি করে
পালতে হবে বছর ধরে
শেখাতে হবে কায়দা,
তারপর হবে কুরবানী
কেউ করবে না কানাকানি
পাবি বহুত ফয়দা।


(আমার এলাকার অনেক লোকের ধারণা, ভারতীয় গরু কুরবানী করা হারাম। কারণ সেগুলো অন্য ধর্মের লোকের বাড়িতে বড় হয়েছে। তাদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি লেখা)