আজ মনটা খুব ভালো,
অথচ দুপুরের আগে পর্যন্ত এমনটি ছিলনা;
বিকেলে এক পরশ পাথরের ছোঁয়ার মন মূহুর্তেই
ভালো হয়ে গেলো, আশ্চর্য না ?
তবে সে পরশ পাথরটি কোথায় পেয়েছি আমি ?
না-না, একটি বিশেষ কারণে সেটি আমি ডাইরীতে লিখবো না।
তবে এটুকু বলি, মনকে নিয়ে বেশ কদিন যাবৎ
পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলাম, সেই প‌রীক্ষারই চূড়ান্ত ফসল
এই মন ভালো হওয়া....


লোকনাথী, তোমার আদর্শ হবে সবার সাথে বন্ধুত্ব,
‌কারো সাথে শত্রুতা নয়। আর ভালো বন্ধু পাওয়ার জন্য
কিছুটা যদি ত্যাগ স্বীকারও করতে হয় তোমাকে,
আমি জানি তুমি এমন কৃপণ নও যে পিছপা হবে...
একটি কথা মনে রেখো, সে-তুমি-আমি-
আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাবো,
সেদিন তোমার কোনো বন্ধুর দু’চোখ বেয়ে যদি অশ্রু ঝরে
তবেই না তুমি সার্থক...