সংকীর্ণতা কারো প্রিয় হতে পারেনা
সবাই চায় বড় হতে, বিস্তৃর্ণ মুক্ত আকাশে
পাখা মেলে উড়ে বেড়াতে,
কিন্তু ক’জনই বা পারে ?


তাই বলি শোনো,
ছোটখাটো দুঃখে বা কষ্টে হতাশ হয়োনা তুমি,                                      
যে কারণে তোমার দুশ্চিন্তা বা ভয়
তাকে তুচ্ছ মনে করছো না কেন ?
এখনতো সন্ধ্যা, রাত; তাই বলেকি
কখনো আর সকাল হবে না ?
সুকান্ত’র কবিতাটি ভুলে গেলে ?
                  ‘আমি সেই যে বাতিওয়ালা.....’


তোমার ব্রত এমন হলে সমস্যা কোথায় ?