কে তুমি অচেনা ওগো আজি স্বপ্নের ঘোরে
ছুঁয়ে দিলে মোরে, সত্যি হয়ে ফিরে এসো
সাজানো বসন্ত বেলা রোদ্দুরে যায় পুড়ে
কে তুমি অচেনা ওগো নির্জীব চেতনাকে
ভরে দিলে উচ্ছ্বাসে, মিছে কেন দূরে থাকাে
সঁপে দেবো তোমায় সব ভালবেসে বিশ্বাসে
কে তুমি অচেনা ওগো সুপেয় অমৃত শুধায়
ভিজে দিলে গলা, কাছে এসে হাত ধরো
তোমার সাথেই হোক জীবনের পথ চলা