ময়না পাখি রাগ করেছে কয় না কথা আর
তাই না দেখে ছোট্ট খুকির মনটা ভীষণ ভার,
বললো খুকি কী হয়েছে বলো আমায় ময়না
চাও যদি তো দিতে পারি অনেক খেলার গয়না।


দুধ-কলা না পেস্তা বাদাম কী খেতে মন চায়?
মান অভিমান ভুলে তুমি একটু বলো আমায়;
কোন কারণে মলিন মুখে বসে আছো পাখি
খেলার সাথী তোমায় কতো যতন করে রাখি!


ময়না বলে ইচ্ছে করে নীল আকাশে উড়ে
মেঘের সাথে পাল্লা দিয়ে ঘুরি জগৎ জুড়ে,
স্বাধীন ভাবে মুক্ত মনে উড়ব গাছের ডালে
তৃষ্ণা পেলে ছুটবো আমি অনেক দূরের খালে;
লোহার খাঁচায় বন্দী সময় আর হয়না পার
ইচ্ছে করে বন-বাদাড়ে ঘুরে করি আহার।


বললো খুকি আচ্ছা তবে বনেই ফিরে যাও
মনে পড়লেই এসো কিন্তু সময় যদি পাও,
শহর থেকে বাবা আনবেন অনেক নতুন খেলনা
বন্ধু তোমার জন্য খোলা ঘরের সকল জানলা;
তোমার জন্য কিছু খেলনা রাখবো আমি তুলে
সময় পেলেই চলে এসো, যেওনা আবার ভুলে।
বনের পাখি মুক্ত মনে খেলুক আকাশ জুড়ে
খাঁচার দুয়ার দিলাম খুলে যাও আকাশে উড়ে।