এখান থেকে বহুদূরে চলে যাবো আমরা দুজন
যেখানে থাকবেনা কেউ।
জন মানবহীন নিস্তব্ধ বনভূমিতে
শুধু তুমি আর আমি
ভালবাসার ছোট্ট নীড়ে
সারাক্ষণ মিশে রবো একে অন্যের মাঝে।


খোলা আকাশের নিচে
আকাশের মতো উদার হয়ে
ভালবাসার কৃপণতাকে দূরে ঠেলে দিয়ে
আমরা আরও গভীর হবো সমুদ্র সৈকতে।
যেখানে মায়াবী সন্ধ্যা মায়ার জাল ফেলে
যেখানে ঝিঁঝিঁ পোকার ডাক ও জোনাকি আলোয়
কবিতা লিখতে ইচ্ছে হয়
ঠিক সেখানে;
তোমাকে আমি চাই পূর্ণিমা রাতের
আলোর বন্যার সুরভির সৌরভে।
সাগর-পাহাড়ের কি সাধ্য আছে আমাদের আলাদা করে ?
মিশে আছো তুমি আমার হৃদয়ের আত্মা হয়ে ।


মনের অজান্তে
কতো কথা ভাবি, কতো স্মৃতি আঁকি
কল্পনার অবগাহে
তোমাকে পাবার সুখ ছোঁয়াতে।