আকাশের মেঘ
কাঁদছে দেখো
কি যেন বিরহ বুকে,
কেউতো জানে না
কি বেদনা তার
হৃদয়ে রয়েছে লুকে;


জন্ম থেকেই
ভেসে ভেসে সে
জীবন করেছে পার,
আশ্রয় পেতে
বেওয়ারিশ বেশে
খুঁজেছে স্নিগ্ধ পাহাড়;


উড়ে চলা মেঘ
সঙ্গী বিহীন
পেতে চায় ভালবাসা,
প্রেমালিঙ্গনে
ডেকেছে কেউ
তাই তো ছুটে আসা;


এতটুকু স্নেহে
গভীর আবেগে
আঁখিকোণে মেঘ জমে,
অশ্রু বেশে
ঝরে পরে শেষে
দুঃখ কিছুটা কমে।


২১/৫/২০১৭