কত কথা বুকে নিয়ে সারারাত জাগি রাত্রিকে ভালবেসে
কেউ তা জানে না, কী বেদনা আজ হৃদয়ে উঠল ভেসে;
দিয়েছিলাম একদিন জ্যোৎস্নার ঠোঁটে মৃদু আলপনা এঁকে
দুপুর রাত্রিতে তারাগুলো শুধু ইষৎ হেসেছিল তা দেখে।


কাছে এসে বহুদিন পাশে বসেছিল রাত্রির রুপালী চাঁদ
আজ সে ভীষণ পর হয়ে গেছে বুকেতে অনন্ত বিষাদ;
এখানে মাটিতে বিষণ্ন ধূসরেরা আজো করে গড়াগড়ি
সারারাত জেগে সেই রূপ দেখে বেদনাতে আহা মরি!


আমার গ্রামের আকাশ জুড়ে খেলতো যে চাঁদ উড়ে
ধূসর মরুর ধুলোমাখা পথে সে আজ নিঃস্ব পুড়ে;
আকাশের গায়ে চিরসুখী চাঁদ ওঠেনা মরুর দেশে
সবকিছু এখানে পর হয়ে যায় রুক্ষতা একপেশে।


২৫/৭/২০১৭