জুতা জোড়া ব্রাশ দিয়ে করে দেয় সাফ
সৎ পথে রোজগারে নেই কোনো পাপ,
মেহনত করে খায়, হাত নাহি পাতে
সব পেশা গর্বের লজ্জা কী তাতে?
দশ বিশ পঞ্চাশ যা কিছু জোটে
তাই নিয়ে খুশি মনে তার দিন কাটে,
সারাদিন কাজ শেষে ফিরে আসে বাড়ি
কারো সাথে কখনোই করেনা সে আড়ি,
নেই তার অভিযোগ নেই কোন চাওয়া
সৎ রুজি খেয়ে বাঁচে এই বড় পাওয়া।