দিনের ঔজ্জ্বল্য ফিকে হয়ে যায় আঁধারের ঋণে
পরাভূত জন মুখোশ লুকিয়ে ভালো সাজে প্রতিদিনে;
কে-বা ভালো আর কে-বা মন্দ জানে ঠিক রাতের আঁধার
মুখোশের আড়ালে মুখোশধারীর চরিত্র ভীষণ ধাঁধার।


আঁধারের ভাঁজে প্রতি মানুষের কর্ম দলিল লেখা
দিনের আলোয় আতশি কাঁচে- যায় না তা দেখা;
অধর্ম যত মনুষ্য জাতির, রাত বিকায় না ধরে ধরে
অন্ধকারের বুকের ভেতর লুকানো তা থরে থরে।


আমরা মানুষ অন্যের ত্রুটি খুঁজে ফিরি রাতদিন
নিজেও জানি না এসব করে হচ্ছি কতটা হীন;
পরনিন্দা আর পরচর্চায় যাচ্ছে জীবন পার
কতো মহাপাপ করছো মানুষ অযোগ্য ক্ষমার।



রচনাকালঃ- ৩০/৬/২০২০