আলোকিত দিন শেষে রাত এলে পরে
আঁধারকে মিছে মিছে ভয় পায় যারা,
তাদেরকে সঙ্গ দেয় সারারাত জেগে
দূর আকাশে জ্বলা মিটিমিটি তারা।


লড়াইয়ের আগে যারা হেরে বসে থাকে
নিজেকে গুটিয়ে রাখে ঘরের কোণে,
তাদের জীবনে জয় আসবে না কভু
দ্বিধা-সংশয় ভীড় করবে মনে।


রাতের আকাশ যদি মেঘে ঢেকে যায়
ছায়াপথ ঘিরে যদি অমানিশা নামে,
তখনো, বজ্রপাতের ঐ ক্ষণিক আলোয়
ছুটে চলো -ছুটে চলে নব উদ্যমে।


দিন শেষে রাত আসে রাত শেষে দিন
সুখ-দুখ এ জীবনে থাকে চিরদিন,
ফেলে আসা পেছনের স্মৃতিগুলো ভুলে
সুদিনের জানালা আজ দাও সবে খুলে।


১৭/৭/২০১৭