গাছ দুটি ভিন্ন, তবু দেখো-স্বজাতি ফুল ফুটেছে শাখায় এই শুভদিনে
কাঁটাতারের নদীর দুপাশে নিয়ম করেই বসেছে আবার বৈশাখী মেলা,
বিভেদের প্রাচীর ভেঙে-মঙ্গল শোভাযাত্রায় সমাহিত হয়েছে আজ অতীতের সব দু:খ ও গ্লানি;
গত বছরের হতাশা আর যতো ছিল বিষাদ
সব ধুয়ে গেছে সকালের কালবোশেখি ঝড়ে।
তাহলে কী নতুন বছরে কাঁদাতে আর আসবে না বেদনারা?
রক্তাক্ত বুড়িগঙ্গার জল হয়ে যাবে স্বচ্ছ একুরিয়াম?
বিরহের কবিতা আর লিখতে হবে না কবিকে?
না না না না না___
এখনো মানচিত্রের শিরায় জাগ্রত কিছু কুৎসিত বিবেকের বীজ
আগামী বর্ষায় তারা অঙ্কুরোদগম হবে আবার
একটি পাপের বীর্য থেকেই জন্ম নেয় হাজারো পাপীর আত্মা!