দূর অতীতের ছায়া নষ্টালজিক মায়া
সাথে কিছু অবিশ্বাসী অন্ধকার সাথী করে
এই মরূদ্যানে শুষ্ক ঘাস হয়ে বেঁচে থাকা;
অগ্নুৎ্পাতে ভস্মীভূত ছাই দু'হাতে সরিয়ে
ধোঁয়াশার ভাঁজে ভাঁজে বৃথা আলো হাতড়িয়ে খোঁজা__


ভোরের ক্ষণিকের আভা নিভে গেছে সেই কবেই!
মেকি প্রসাধনে আস্তরিত মানুষের মুখের প্রলেপ  
সত্যরশ্মির শাশ্বত উত্তাপে গলে গেছে;
বিশ্বাসের প্রতিমাগুলো ধ্বসে গেছে মহাপ্রলয়ের শিলাবৃষ্টিতে।
  
এখন আমি অন্ধকারের পোট্রের্টে আঁকি নিজেরই প্রতিচ্ছবি
অনন্ত অনিশ্চিত আঁধারের নৈশব্দে
      পরিযায়ী পরিচিতি।


(১৯-৬-২০২০)