অতীতের অমলিন সুখগুলো হয় না কখনো ফিকে
যদিও অযত্নে পড়েছিল তা স্মৃতির ধুলোয় চারদিকে।
প্রবঞ্চনার সেইসব আস্তরণ উড়ে গেছে ধূসর ঝড়ে
ঔজ্জ্বল্যতায় হারানো বিত্তরা এসেছে আবার ফিরে।
বঞ্চিত ছিলাম বহুযুগ ধরে ভুলে যাওয়া স্নিগ্ধ ছোঁয়ার
চন্দ্ররাত্রিতে সব ফিরে এলো, ফিরে এলো স্মৃতির জোয়ার।
মুমূর্ষু হৃদয় উঠলো জেগে অমলিন স্মৃতির সৌরভে
জীর্ণতা সব ধুয়ে মুছে গেল সমৃদ্ধ অতীত গৌরবে।