ছেড়ে গেছে সবাই দূরে
শুধু যাসনি তুই অভাব,
তোর সাথে এত মাখামাখি
তবু বদল হলোনা স্বভাব।


সঙ্গদোষে মানুষ নষ্ট
অভাবে নষ্ট স্বভাব,
আজো আছি আগের মতো
পড়লো না তোর প্রভাব।


তবে কী মানুষ সারাটি জীবন
লালন করলো ভুল,
বিদ্রোহী কবি চিনেছেন ঠিকই
তুই সীমাহীন অতুল।