স্যাঁতসেঁতে শ্যাওলা হৃদয়ে আমার
অতর্কিত হানা দিলো রুক্ষ বিষাদ,
সুস্বপ্নের সজ্জিত নীলাকাশ
স্তুপাকৃত কফিনের ভারে ন্যূব্জ!


কোমলতার বেষ্টনী জুড়ে
অবিশ্বাসী সূর্যকিরণের লাভা,
চাওয়া-পাওয়ার হিসেবের খাতা
পুড়ে ছাই সংশয়ী- খরতাপে!


আমি যেনো চিরঋণে আচ্ছাদিত ভিখারী, আমি যেনো পরাজিত স্বপ্নবাজ!
তবুও_
এই মরুদ্যানে সুশীতল আগামীর স্বপ্ন বুনি;
তপ্ত বালুকার মুখোশে যদি খুঁজে পাই
      প্রশস্তচিত্ত স্বপ্নের দেবতাকে!