এই ধর্ষিত সমাজের ক্যাওড়া বনে
কিশোরের লাল চোখ নীল অভিনয়ে
রোমাঞ্চিত ঘৃণার শিহরণ বিকম্পিত যৌনতায়;
সভ্যতার কালো চশমার ফ্রেম
বেহায়ার উন্মুক্ত স্তনের বিচ্ছুরণে
আরো নাকি সভ্য হয়ে উঠছে এই ধর্ষিত সময় ।


জনকের উদ্বেলিত লালসায় জননীর অবারিত তৃপ্তি
উত্কট দুর্গন্ধ ছড়াচ্ছে ডাস্টবিন,
তবু এই নগ্ন বক্ষ তথাকথিত সভ্য বিবেকের দ্যুতি
নিশ্চিত ভুলে যাবে শিশুর নষ্ট জন্ম
                              গলিত লাশ।


পিচঢালা রাজপথে রক্তের স্রোত
আতসবাজিতে স্তব্ধ হাজারো স্বপ্নেরা, কঙ্কালের দীর্ঘ মিছিল
স্মৃতির অতলে হারিয়ে যায় ক্ষণিকের ব্যবধানে,
তবুও নেংটি কুত্তার আস্ফালন আর শুয়োরের সঙ্গমে
আরো নাকি সভ্য হয়ে উঠছে
                        এই ধর্ষিত সময়।