শৈশবে ফেলে আসা সেইসব কাদাজল
                   কেন বারবার ফিরে আসে
স্মৃতির ক্যানভাসে কেন ভেসে ওঠে শুভ্র শান্ত নদী,
অলক্ষে হাতড়ে ফিরে হৃদয় ফসলের মাঠ, দুপুরের রোদ
                                                নাটাইয়ের সুতো!


ফেলে আসা দিনগুলো ফিরে না কভু
ফিরে আসে জাগ্রত সোনালি অতীত
যেনো সেলফির ফ্রেমে বাঁধা দুচোখ আমার
                              স্মৃতির আকাশ....


তবু জেনে রেখো মেঠোপথ
জেনে রেখো নাড়িপোতা প্রতিক্ষিত মাটি,
আজো আমার মন পড়ে থাকে- দূর্বার নরম বিছানায়
                              সরিষার মাতাল গন্ধ স্রোতে।
আমার মন পড়ে থাকে মধ্যরাতে অপলক মুগ্ধতায়
                                      পালাগানে দৃষ্টি স্থির,
আমার মন পড়ে থাকে বটতলার হাট, সুশীতল শেকড়ে
                                 এক ঝাঁক জোনাকির ফুল....



17-5-16
কুয়েত