তোমার স্বর্গে কী সুখের টান পরেছে প্রভু?
আমার যা সামান্য আছে তা নিয়ে করছো কেন কাড়াকাড়ি?
অভাবীজনের  ভিক্ষার থালায় তবে দিচ্ছ কেন হানা?


আমি তো ন্যুব্জ হয়ে তোমা হতেই প্রার্থনা করেছি সুখ
হিংসাশূন্য হয়ে তোমার পথেই বাড়য়েছি কেবলই পা;
নিবৃত্ত করেছি জাগতিক ক্ষুধা, মোহের জড়তা চূর্ণ করে
তোমাতেই সঁপেছি দেহ্…
অদৃশ্যের কাছে লুটে পড়েছি বারবার
                           খুঁজেছি প্রতিদানের দৃশ্যতা…
তবুও কেন লুণ্ঠনকারী সেজে আমার রক্ত চুষে নিতে
                                     তুমি এতটা ব্যাকুল?