চলে গেছ তুমি দূরে সে-ও হলো বহুদিন
ফেলে গেছ কিছু কি-না খুঁজে ফিরি রাতদিন,
হৃদয়ের গাঁথা মালা
ছিঁড়ে গেলে বাড়ে জ্বালা
শ্বাশত প্রেমের বাঁধন সে-তো চির অমলিন।


অভিমানে দূরে সরে আছো কি-গো সুখে?
একা একা এ জীবন কাটে বড় দুখে,
এসো ফের স্বপ্ন গড়ি
ভাসায়ে সুখের তরী
বাকিটা জীবন যাক হাসি খুশি মুখে।


মিথ্যাকে সত্যি ভেবে তুমি চলে গেলে
মিথ্যার মুখোশে হয়তো অনেক মেলে,
কোনদিন ভুল করে
ফিরে যদি আসো ওরে
এ জীবন লিখে দেবো আমি হেসে খেলে।


ভুল বুঝে মিছে কেন দূরে তবে থাকো?
হৃদয় গহীন কোণে দুঃখ পুষে রাখো!
যত হোক স্বপ্ন দূরে
খুঁজবো একসাথে উড়ে
দুই কূল জোড়া লাগে এক হলে সাঁকো।


২৭/৬/২০২০