একদিন এক ক্ষুধার্ত মুসাফির এসেছিল মোর দ্বারে
দু’দিন অনাহারে-বিবর্ণ মুখে বলেছিল কেঁদে মোরে,
ঘরে যা দু’মুঠো ছিল দিয়েছিলাম তার পাতে ঢালি
ক্ষুধার জ্বালা আর অন্নের দাম দেখেছি চোখ মেলি,
চেটেপুটে খেয়ে অশ্রু নয়নে দু’হাত তুলে সে কয়
হে প্রভু তোমার এ বান্দা যেন চিরকাল সুখে রয়,
কাছে ডেকে তারে বুকেতে জড়ায়ে বললাম শুন ভাই
তুমি মানুষ-নাকি তুমিই ঈশ্বর বুঝার সাধ্য তো নাই,
মানুষের দ্বারে বহুরূপী বেশে ঈশ্বরই মাগে ভিক্ষা
ফেরাতে নেই খালি হাত তাই এই পেয়েছি শিক্ষা।


৩০/৮/২০১৬