স্বদেশের সোনালী মাঠ আর শিশির সিক্ত দুর্বার ডগায়
এ কেমন মমতা আর স্নেহের পরশ দিয়েছিলে তুমি হায়;
এ কেমন স্নেহমাখা আতরের ঘ্রাণ পেয়েছিনু নদীজলে
কী অমৃত সুধা মাখানো আছে স্বদেশের ফুলে ফলে!


ফসলের মাঠে দুলে খেলা করে কৃষকের শত আশা
পরবাসে বসেও অনুভব করি সে নিখাদ ভালোবাসা;
তোকে ছেড়ে মাগো-আছি যে পড়ে আমি বহু দূরদেশে
তবুও সারাক্ষণ দু’চোখে আমার তোর মুখটিই শুধু ভাসে।


ছিল যত মায়া এসেছি যে ফেলে ছায়াঢাকা ছোট গাঁয়
ইচ্ছে করে ছুটে যাই সেথায় - শেকল যে বাঁধা পায়;
আমার গাঁয়ের ধুলোমাখা পথে পড়ে থাকে এই মন
যতই দূরে থাকিনাকো মাগো তোকে খুঁজি প্রতিক্ষণ।