সময় পেলেই এখনো আমি খুঁজে ফিরি চেনামুখ
হাজার স্মৃতির ভীড়ে খুঁজি হারানো দিনের সুখ,


সময় পেলেই মনের ঘুড়ি ইচ্ছেমতো উড়াই
মনের সুখে আকাশ দেশে তারাদের ফুল কুড়াই,


সময় পেলেই গভীর রাতে শালবন পথ ধরে
চাঁদের ধুলো গায়ে মেখে প্রাণটা নিই জুড়ে,


সময় পেলেই দীঘির জলে এখনো দিই ডুব
গামছা ছেকে মাছ শিকারের আনন্দটাই খুব,


সময় পেলেই নাগর নদে এখনো ভাসায় ভেলা
দুষ্টমিতে ভেসে ভেসে ইলিশ-বোয়াল খেলা,


সময় পেলেই কল্পনাতে শূন্যে ভাসায় ডানা
যাই বহুদূর কুড়াতে নুপুর কেউ করে না মানা,


সময় পেলেই এখনো রাধি মিষ্টি চড়ুইভাতি
ইচ্ছে করে সারাটা জীবন ওতেই থাকি মাতি।



১৬/৪/২০১৭