জীবনের চাওয়া খুব সামান্যই ছিল
দৈন্যতাহীন সাদামাটা সংসার, সজীব ভালবাসার বন্ধন
আর অস্তিত্বজুড়ে স্বরক্তের উচ্ছ্বলতা-হাসিমুখ...
এতটুকুই…


কিন্তু প্রতিদিন আমার প্রস্ফুটিত স্বপ্নগুলো চুরি করে নিয়ে যায়
                              এক ঔদ্ধত্য মহানায়ক;
স্বপ্নিল দু’চোখ বারবার রক্তাক্ত হয়
পরাক্রমশালী স্বপ্নখেকোর-
                          ক্রুদ্ধ বর্বরতায়…!
বাকরুদ্ধ দৃষ্টিতে আমি শুধু চেয়ে চেয়ে দেখি-
আমৃত্য লালিত স্বপ্নগুলোর প্রতিবাদহীন পরাজয়,
অদৃশ্য এক অলৌকিক ইচ্ছার কাছে আমি হেরে যাই
বুকফাটা আর্তনাদে সঁপে দেই তাঁর কাছে
                            আমার আত্মার একাংশ!



১৩/৯/২০১৬