স্পন্দনহীন হৃৎপিণ্ড নিয়ে কী বাঁচা যায় বলো?
আমি কিন্তু বেঁচে আছি
প্রাণহীন শূন্য দেহ, প্রত্যাহৃত প্রেম
আর
বুকের গভীরে শরণার্থী শিবিরের
                                করুণ আর্তনাদ…!


স্মৃতিময় সৈকত জুড়ে পরাজিত শ্মশানের গুমোট নীরবতা
দেখি, বন্দরে বন্দরে গাঙচিলের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে,
পোড়া ঝাউবনে রক্তাক্ত বালুকণারা বিদ্রূপের আল্পনা আঁকছে প্রতিক্ষণ…
তবু আমি স্বপ্ন নিয়ে বেঁচে থাকি-
দু’চোখের দৃষ্টিতে আমার খেলা করে
                   সীমাহীন প্রদৃপ্ত বসন্তের শুভক্ষণ!


০৫/৯/২০১৬