হারিয়ে যাওয়া অতীতের দিনগুলো যদি আবার ফিরিয়ে আনা যেত
যদি সঙ্কুচিত স্মৃতিময় জানালার গ্রিল আরেকটু বিস্তৃত হত,
তবে অতীতের ফুল, অতীতের পাখি, হারিয়ে যাওয়া অতীতের মুখগুলো
                             আমি আবারও ফিরেয়ে নিয়ে আসতাম।


বহুকাল আগে যে মেঘ বৃষ্টি ঝরিয়ে এই রুক্ষ মাটিকে করে গেছে উর্বর
যে পাখি গান গেয়ে স্তিমিত পৃথিবীকে জাগিয়ে দিয়েছে চঞ্চলতায়,
যে নদী প্লাবিত হয়ে অনাগত প্রজন্মের জন্য ফেলে রেখে গেছে মসৃণ পলি
দু’লাইন পদ্য লিখেই তার প্রতি সব দেনা শেষ করে দিয়েছে বর্তমান!
অতীতের স্বরণচিহ্নগুলো আজ বড়ই মুখ ভাড় করে বসে আছে
                               অকৃতজ্ঞ প্রজন্মের মানচিত্রের সীমানায়_


সর্বদুঃখী অতীতের অবর্ণনীয় মজুরের ঘামেই
          আজ এই শিশির সিক্ত নির্মল সকাল, এই মসৃণ পথ।
বহুকাল আগে মরে যাওয়া অগুনিত ফুলের বীর্যেই
         এই পৃথিবী আজ শোভিত ফুলে ফুলে;
অতীতের জং ধরা মরীচিকার দাগেই তাই খুঁজে ফিরি আমি
                                    আমার জন্মের ইতিহাস।