আমাকে ফেরাতে তুমি এসোনা মোহনার মায়া,
গত শতাব্দীর রক্তিম সাগরের ঢেউয়ে ভেসে ভেসে 
অলিগলি-রাজপথ, সভ্যতার বিভেদের জঙ্গলে
জীর্ণ শীর্ণ উদ্বাস্তু লাশের কালচে কাফনের ঘ্রাণে
আবার এসেছি ফিরে অন্য রূপে এবার__


আমাকে ফেরাতে তুমি এসোনা গতানুগতিক মানবিক মুখ;
সাম্রাজ্যবাদের প্রদীপ্ত অহমিকা পদপৃষ্ঠ করে এবার
অন্ধকার পিদিমের তলে বুনে যাবো
          প্রজ্জ্বলিত সাম্যবাদের সুফলা বীজ।


ছানি পড়া আভিজাত্যের ফ্রেমে, শাসকের নিষ্ঠুর চেহারায়
ক্ষুধা-দারিদ্র আর জ্বলজ্বল করা ঘৃণার উপমায়;
মহাজাগতিক নিঃসৃত প্রশ্বাসের একাকিত্বের সঙ্গী হতে
শতাব্দী পেরিয়ে এসেছি আমি-
          নৈঃআকৃতির নিঃশব্দ চুম্বনে__