সুখের খোঁজে এখান-সেখান
          ঘুরছি কতো দেশ,
    একটু ভালো থাকার আশায়
           হলাম নিরুদ্দেশ;
      একটু সুখের দেখা পেতে
         দিলাম বিদেশ পাড়ি,
     আপন সবাই গোমড়া মুখে
         তাই করলো আড়ি।
    
  বিদেশ-বিভুঁয়ে পথের ধুলোয়
        খুঁজে সুখের সুবাস,
     বুঝেছি শেষে মাতৃভূমিই
        সুখের আদি নিবাস;
    আপন উঠোন জুড়েই ছিল
       সাজানো সুখের ডালা,
     অন্ধ আমি চাইনি সেদিক
       গাঁথিনি হেলায় মালা।
    যাচ্ছে জীবন যেমন তেমন
       পেলাম না তার দেখা,
    সুখ নামের সোনার হরিণ
       নাই কপালে লেখা।


রচনাকালঃ- ০১/৮/২০২০
শেখ সাদ এয়ারপোর্ট
কুয়েত