সাদা কালিতে মুছে দিই জীবনের ইচ্ছেগুলো
ধুলো পড়া স্বপ্নগুলো তুলে রাখি আলমারি ভরে;
কতো স্মৃতিই তো ঝাপসা হয়ে গেছে সময়ের বিষাক্ত ধোঁয়ায়
কতো স্মৃতিই তো উড়ে গেছে শিমুলের তুলা হয়ে
দূরে__


অতীতের কতো কথা
কিছু সুখ কিছু ব্যথা, কাঁদুক
আরও কিছুটা সময়,
বিস্মৃত হওয়ার বেদনায়-
        শোকাতুরে বসে নুয়ে।


টেবিলে পড়ে থাকা
নষ্টালজিক ডাইরির ধবধবে সাদা পৃষ্ঠা জুড়ে
    সীমাহীন হাহাকারের অদৃশ্য অশ্রু ফোঁটা__
    
স্যাঁতসেঁতে নোনতা গন্ধে আমার ঘুম আসে না
আমার ঘুম আসে না_


শুভ্র বকুলেরা শুকিয়ে গেলেও
    থেকে যায় তার ঘ্রাণ!