ঘেউঘেউ করে আসলো কুকুর তেড়ে
বড্ড গভীর রাত্রি ছিল তখন,
আকাশের চাঁদ জেগেছিল শুধু একা
ধূসর আলোয় হাঁটছিলাম আমি যখন।


থমকে দাঁড়িয়ে দেখলাম আগাগোড়া
ধেরে নয় এযে ছোট্ট কুকুর ছানা,
শুধালাম আমি – ‘কি হয়েছে-রে
এই পথে কি যেতে আমার মানা?’


ইষৎ হেসে লেজ নেড়ে সে কয়,
‘এই চিৎকার ভয়ের কিছু নয়;
রাত্রি জেগে দিই পাহারা মানব জাতির ধন
সভ্যজনের বন্ধু আমি, চোরের দুশমন,
আমায় দেখে উগ্র ভেবে পালায় চোরের দল
তোমার মত নিঃসঙ্গ পথিক পায় যে বুকে বল।’


০৪/৫/২০১৭