ট্রেনটা থামলো শেষ ইস্টিশনে এসে,
যাত্রীরা সব নেমে যাচ্ছে একে একে
কী ভীষণ তাড়া!


এই কম্পার্টমেন্টে শুধু আমি একা__


মেঝেতে আলস্য শুয়ে থাকে বাদামের খোসাগুলো
হয়ত তারাও নিক্ষিপ্ত হবে যোগ্য ঠিকানায়!
শুধু এই আমি যেন আজন্ম ঠিকানাহীন,
আমার কোনো ব্যস্ততা নেই
    কোনো কিছুতেই তাড়া নেই!


গভীর রাতে আবারো ছেড়ে যাবে ডাউন ট্রেন,
ছাদে শুয়ে উদভ্রান্ত বেওয়ারিশ স্বপ্নগুলোকে তখন
        ভাসিয়ে দেবো অন্ধকারে;
সুবিশাল আকাশে জ্বলা হাজারো নক্ষত্রের কোনো একটিকে আপন ঠিকানা ভেবে
অপেক্ষা করবো দীর্ঘ ঘুমের__