তুমি ছুঁয়েছো তাই, এই মরা গাছে ফুল ফুটেছে আজ।
পাহাড়ি নদীতে খরস্রোতা উদ্দীপনা
কৃঞ্চচূড়ায় ডালে বসন্তের আনাগোনা।


তুমি ছুঁয়েছো তাই, উষ্কখুষ্ক চুল হয়ে গেছে মসৃণ।
জরাজীর্ণরা সব হয়েছে গত
স্বপ্নের আকাশ সুবিশাল বিস্তৃত।


তুমি ছুঁয়েছো তাই, গাঙচিল ডানা মেলেছে বিমুগ্ধ উল্লাসে।
হৃদয়ের জানালায় দেখি আমি পৃথিবীর মুখ
তোমার স্পর্শে খুঁজি জীবনের সুখ।



২৭/৪/২০১৭