ইচ্ছে করে তোমায় নিয়ে
সাগর নদী মাঠ পেরিয়ে,
লোকচক্ষুর অন্তরালে
কোন একদিন যাই হারিয়ে;


ইচ্ছে করে গভীর রাতে
কুড়াই দুজন তারার ফুল,
লতা সূতোয় গাঁথি মালা
জোনাক ফুলে কানের দুল;


ইচ্ছে করে মাঝ নদীতে
ভাসিয়ে দিই সুখের ভেলা,
জল ছিটিয়ে ভেজাই আঁচল
দুষ্টুমিতে কাটুক বেলা;


ইচ্ছে করে দ্বীপের বনে
বাঁধতে আমার সুখের ঘর,
দু:খ আঘাত যতই আসুক
না যেন হই কখনো পর;


ইচ্ছে করে সত্যি আমার
হারিয়ে যেতে তেপান্তরে,
তোমারও যদি ইচ্ছে করে
হাতটি ধরো শক্ত করে।