আমি ভেবেছিলাম, প্রতিরাতে ঘুমের ভেতর অস্পষ্ট যে মুখ আমি দেখি
যে ছায়ার হাত ধরে দূরের দেবদারু বনে কল্পতরুদের সাথে উচ্ছ্বাসে মাতি
হয়ত সে তুমি_


আমি ভেবেছিলাম, আমার বুকের বাম পাশে ভালবাসার যে স্পর্শ লুকানো আছে,
স্বপ্নের তীরে হঠাৎ ঘুম ভেঙে যাবার সুখ
যার জন্য জেগে জেগে চেতনাকে পাহারা দেবার আকুতি
হয়ত সে তুমি_


আমি ভেবেছিলাম, আমার হৃৎপিণ্ডের গভীরে পুঞ্জীভূত যে বেঁচে থাকার তাড়না,
যার জন্য রাতের ছায়াপথে বসে কল্পনার আকাশ বিস্তৃত করার ব্যকুলতা
হয়ত সে তুমি_


কিন্তু না, অস্পষ্ট ছায়াপথ হয়ে তুমি দিয়েছ ধোঁকা;
আড়ালে অন্য কারোর আকাশ সাজিয়েছ স্বপ্নিল পাপড়িতে!
তাই বুঝেছি, স্বপ্নে দেখা সেই ছায়া মানবী তুমি না; সে ছিল অন্য কেউ_
অপেক্ষার প্রহর গুনে গুনে হয়ত সে আজও বসে আছে অধীর হয়ে
আমাকে পেতে।


১৮/৭/২০১৭