ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ার রাতে
তোমাকেও স্বপ্নে দেখেছি,
আঙুলের মতো সরু নদীর স্নানঘাট, তোমার বিষণ্ণ  ভেজাচুল
কল্পতরুদের উচ্ছ্বাসহীন জলকেলি
ভেজা শালিকের ঠোঁটে দেখেছি তোমার মলিন উপস্হিতি;


মেঘের কপালে সিঁদূরের আল্পনা
আকস্মিক বজ্রপাতে শিহরিত স্পর্শের ক্ষণ,
বৃষ্টিস্নাত সন্ধ্যায় একদিন ভেঙেছিল জোনাকির পাখা
ভেঙেছিল অনুনয়ের প্রান্তর,
পৃথিবীর দীর্ঘ সে প্রান্তর আমি হেঁটে গেছি অনুভবে
পৃথিবীর দীর্ঘ সে প্রান্তর আমি আজো হাঁটি একা একা
পায়ে দলে সোনালু ফুলের
                                 মৃত প্রজন্ম!


ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ার ভয়ে
আর কোনদিন স্বপ্ন দেখি না,
ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসবে ভেবে
স্মৃতির জানালায় খিল মেরে
                   কোটি কোটি শতাব্দী এই জেগে থাকা।