সৃষ্টি সৃষ্টিকে অবজ্ঞা করে!
ঈর্ষা করে ছোট বড়োর মানদন্ডে!
এই কি মানুষ আমি?
আজ সৃষ্টি সৃষ্টির রক্ত চুষে!
মনে করে ঈশ্বর- সৃষ্টি হয়ে সৃষ্টিকে!
তুমি কত বড় হয়েছ?
কত রূপসী তুমি?
সময়ের যাত্রায় আমরা ধূলোবালী!
সৃষ্টি সৃষ্টির আরাধনা কামী!
এ কেমন মানব আমি?