(ডিজিটাল যুগে যে হারে ডেভলপমেন্ট হচ্ছে--আজ থেকে ৫০ বছর পরে
প্রায় ২০৭০ সাল নাগাদ কি হবে তাই ভেবে)


সাইবর্গ রা বলাবলি করছে
আমরা আছি মানুষের অবয়বে
যন্ত্রশরীর আবৃত্ত মসৃন ত্বকে
এখন থেকে
শব্দের বদলে সংখ্যা ব্যবহার হবে
যেমন--


১ মানে ভালোবাসা
২ মানে ভয়
৩ মানে সম্মান
৪ মানে অভিমান


যুবতী সাইবর্গ এর ৪ হয়েছে দেখে
যুবক সাইবর্গ শুধোয় কানে কানে
কি চাই সহবাস অনুষ্ঠানে?
আমার চাই ৩
যা পায়নি মানবী রা কোনোদিন
যুবক সাইবর্গ বলে
তবে তাই হোক
কিন্তু বিনিময়ে আমার চাই ১
যুবতী সাইবর্গ বলে
দিলাম
আর তক্ষুনি যুবক সাইবর্গ
মানুষে রূপান্তরিত হয়ে বলে
দ্যাখ--


'ভালোবাসা শুধু রক্তমাংসের শরীরেই মানায়........'



সূত্র: সাইবর্গ--ভার্চুয়াল তথা যন্ত্রমানব


বিশেষ- পুনর্গঠন