সার্চ নম্বর এক--
লাল রঙের সুদৃশ্য খাতায়
একটুও কাটাকুটি না করে
যত্ন করে লেখা--
গুগল সার্চ জানায়-'একাউন্ট্স'


সার্চ নম্বর দুই--
ভারি খাতা--শুদ্ধ বানান
সবকিছু নিয়মমাফিক
একটুও ভুল নেই--
গুগল সার্চ আবার জানায়--'ব্যাকরণ'


সার্চ নম্বর তিন--
ছেড়া চিরকুট--অযত্নে লেখা
সাদামাটা সাজ
কিন্তু ভাবনার টলটল লাবণ্যে অপরূপা,


মুখ গোমড়া করে গুগল সার্চ জানায়
' নট ফাউন্ড...নট ফাউন্ড'
সারা দুনিয়ার তথ্য যার নখদর্পণে
সেই মহামান্য যন্ত্র চুপ করে রয়!


শুধু কিছু আত্মহারা লোক
সমস্বরে বলে ওঠে
'অযত্নসম্ভূতা.........অযত্নসম্ভূতা'


কবিতাকে বোঝা যন্ত্রের সাধ্য নয়......