আলোকসঞ্জাত
প্রনব মজুমদার
( এই কবিতা আসরের সব কবিবন্ধুদের উত্সর্গীকৃত)


আমরা কেউ বড় নই কেউ ছোট নই
তাহলে কি? সমান সমান?
মেধা আলাদা আলাদা
কি করে হয় সব কবি
একই মাত্রায় বাঁধা?
একথা শুনে সব কবি বলে উঠলেন সমস্বরে
শোন আমাদের কথা খোলা প্রান্তরে;


প্রথমেই পাঠকের কাছে
আকুলতায়
                কিছু স্নেহ--কিছু ভালোবাসা
                শুধু এই প্রত্যাশা।
সমাজের কাছে
দৃঢ় মুদ্রায়
             ঘৃণা-বিদ্বেষ-ভয়
             কোনটাই কাম্য নয়।
সাথী কবিদের কাছে
আর্দ্রতায়
               কে বলে আমার লেখাগুলো কবিতা?
               আমি তো সাজিয়েছি শব্দকনিকা
               যেমন সাজায় বান্ধবীরা বিবাহ বাসরে
               প্রিয় বান্ধবীকে অপরূপ শৃঙ্গারে।
শোষকের কাছে
              আমরা মানি না জাতপাত
              আমরা নই কারো ক্রীতদাস
              আমরা আলোকসঞ্জাত।
আর শোন
'আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব'
সময়ে সময়ে সমাজকে জাগাবো।


নিজেদের বলি
              ও আমার বোন
              ও আমার ভাই
              আয় সব  ভেদাভেদ ভুলে যাই
            
সুন্দর এই কবিতার আসরে
একে অন্যের হাত ধরি আদরে...







বিশেষ--পুনর্গঠন