অনুলেখা ৩১
প্রনব মজুমদার
(১)
আলগোছে তাকিয়ে দেখি--অনুলেখা'র হাসি
আলগোছে ছুঁড়ে দিই--মুগ্ধতা রাশি রাশি
আলগোছে হাত ধরি--হাঁটি পাশাপাশি
আলগোছে উচ্চারণ করি---বড় ভালোবাসি
এমনকি
আলগোছে ছুঁয়ে বলি--তুমি আমার চিরসখী এলোকেশী,


আমার সবকিছুই আলগোছে করা
আছি অপেক্ষায়
ভালোবেসে অনুলেখা যদি হাত ধরে
যদি হাত ধরে;
ডুব দেব জীবনের গভীরে...


(সাদামাটা)
(আমার লেখা কিছু কবিতা যেটা অনুলেখার পছন্দ হয়েছিল--তাই তাকেই উত্সর্গ করলাম--)
(১)
মেয়েরা জন্মজাত লীডার আর ম্যানেজার--
ভুরু কোচকালো সন্দিগ্ধ পৌরুষ
কিভাবে?
অলক্ষ্যে গুঞ্জনধ্বনি--
মাকে দেখ ঠিক বুঝে যাবে...
                                       (২)
মানুষেরা দুই ভাগে বিভক্ত
একভাগ প্রতিবাদ করে,
আর এক ভাগ চুপ থাকে সতত;
বুঝে যাই
আমি দ্বিতীয় ভাগে--জীবন্মৃত...
                                       (৩)


দৃষ্টি নেই
তাতে কি?
অশ্রুতো আছে
অন্ধ কেঁদে বোঝালো আমাকে--


অশ্রুজল অনেক কিছু বলে দেয় অবলীলায়...






বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...