অনুলেখা ৪
প্রনব মজুমদার
(১)
আমার স্কুল 'শিবনাথ' অনুলেখার স্কুল 'প্রিয়নাথ'
বিধির বিধান পড়াশোনায় দুজনেই আশ-পাশ
সামনেই হায়ার সেকেন্ডারি ফাইনাল
আমরা দুজনেই ইংরাজী তে নাজেহাল
তালিম নিতে যাই মাস্টারবাড়ি দিনশেষে
মাস্টারমশাই পড়ান শেখানোর উদ্দেশ্যে
আর আমরা--পড়ার ফাঁকে ফাঁকে
একে অপরকে পড়ি নির্নিমেষে...........
(২)
রেজাল্ট আউট--দুজনেই পাশ
আমাদের হাতের মুঠোয় নীলাকাশ
আমরা আর নই হেঁটে যাওয়া স্কুল ছাত্র-ছাত্রী
আপ টু ডেট কলেজ স্টুডেন্ট নিত্য ট্রেন-যাত্রী
অনুলেখার কলেজ সকালে,আমার কলেজ দুপুরে
সন্ধ্যায় দুজনেই টিউশনি করি একই বাড়ির চত্বরে
ফেরার পথে কলেজের নতুন অভিজ্ঞতা
একে অপর কে শেয়ার করি প্রাণভরে
মনে মনে বলি অনুলেখা কে চিরসাথী করে
রাখবো আদরে...





বিশেষ--'অনুলেখা' কাব্য সিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে......