অনুলেখা ৬


আমার মা নীলিমা আর শাশুড়ি-মা প্রতিমা'র আশীর্বাদে
চাকরি মিললো অবশেষে--
পাড়ি দিতে হবে ২০০০ মাইল দূর প্রদেশে
সাময়িকভাবে  প্রিয়সখী কে ছেড়ে যেতে হবে
এই ভেবে মন উদাস হয় অবকাশে।
ট্রেনিং সেন্টারে পা রাখতেই
সাজিয়ে দেয় শৃঙ্খলাবদ্ধ  সাজপোষাকে
সারাদিন কাটে ট্রেনিং এর ব্যস্ততায়
আর দুপুর টা ঘুমের আবেশে,
সন্ধ্যায় মন টা ভারি
কতদিন দেখিনি অনুলেখা কে
মনকথা জমে আছে ঝুড়ি ঝুড়ি,
তখনকার দিনে ছিল না মোবাইল, হোয়াটস অ্যাপ,ভিডিও কল
বিরহ জানানোর একমাত্র চিঠিই সম্বল--
গভীর রাতে লিখি নিঃসঙ্গ-ব্যথা কালির আঁচড়েতে
প্রতিউত্তরে অনুলেখা জানায়
ব্যথা মুছে সুখ-প্রলেপ দেবে আগামী তে--
একবছর একমাস পরেই পাবো ছুটি
দীর্ঘ অদর্শনের পর দুজনে মিলে করবো ব্যাপক খুনসুটি,
দিন আসে দিন যায়
বসে থাকি প্রিয়া মিলনের প্রতীক্ষায়...............






বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে......


ভারতবর্ষে করোনার সেকেন্ড ওয়েভ ভয়ঙ্কর।সম্ভবত বাংলাদেশেও কি তাই? সাবধানে থাকবেন কবিবন্ধুভাই সবাই। সবার কুশলমঙ্গল কামনা করি।