( আসরের সব কবিবন্ধু কে রামনবমীর দিনে হার্দিক শুভেচ্ছা ও মঙ্গলকামনা)


অনুলেখা ৮


ছুটি শেষ
ফিরতে হবে এয়ারফোর্সের নতুন ইউনিট এ
বিদায়ক্ষণে
প্রাকবিবাহ আলাপচারিতা অনুলেখার সাথে


অনুলেখা-যুদ্ধ হলে
            যদি বন্দী হও শত্রুর হাতে
             কি বলবে শত্রু-সাক্ষাতে?
বললাম-
            জীবন নিতে পারো হৃদয় নয়
                       সেটা রেখে এসেছি
                       অনুলেখার জিম্মায়


অনুলেখা-তোমার হৃদয় রেখেছি যতনে
           বেড়াজালে
           পূর্ব-পশ্চিম,উত্তর-দক্ষিনে
           পুষ্পবরণে
           জোটবদ্ধ হব বিবাহ-বন্ধনে
বললাম-
           তবে তাই হোক চিরসখী
           তোমাকে সাথে নিয়েই
           যেন প্রত্যেক ভোর দেখি
           তুমি পাশে থাকলে
           ভালোবাসার বাগান জেগে ওঠে
           পথহারানো ইচ্ছাগুলো
                            ঘরে ফিরে আসে
    
           আমার কায়িক শ্রম ও তোমার পূরবী
           মিলিয়ে ভাসাবো
           আমাদের সংসার-জাহ্নবী.........






বিশেষ-অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে......