অনুলেখা তুমি
প্রনব মজুমদার


(বাণীবন্দনার শুভদিনে সব আসরকবিকে শুভেচ্ছা
  মা সরস্বতী ছুঁয়ে থাকুন সবার কলম এই সদিচ্ছা)
(১)
সাতসকালে সরস্বতীপুজোর দিনে
স্নানশেষে হলুদরঙা শাড়ি পরনে
অনুলেখার চলনবলনই আহামরি
তার পিছু পিছু আমার নজরদারি
এ জনমে এ মেয়ে আর কারো নয়
নিশ্চিত চিরসখী হবে শুধু আমারই।
(২)
সুতোর পোষাক খুলে ফেলে
সে ফুলের পোষাক পরে নিল
নক্ষত্রলোকে যাচ্ছি বলে চলে গেল;
অনুতাপের বিষয় সেই চিরবিদায়ক্ষণে
আমি অনুপস্থিত ছিলাম হতবুদ্ধি কারণে,
পড়ে আছে অগুন্তি হাত ধরে টানাটানি
আর রেখে যাওয়া এক ঘড়া মায়াজল;
আমার সন্তাপক্লান্ত মননের সরোবরে
অনুলেখাই একমাত্র সজীব পূর্ণ  শতদল।







বিশেষ-অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...