অনুলেখা
প্রনব মজুমদার
(১)
কথায়-কথায় উদাস হই
হাসির কথা এড়িয়ে যাই
শেষ বিকেলে খেয়াল আসে
কিছু রাতের ভোর নেই
(২)
রক্ত-মাংস সামান্য
জন্মসূত্রে পাওয়া হাড়ের গোছায় ঝিকিমিকি বাজে
কন্ঠে কখনও আদ্র কখনও ভঙ্গুর মূর্ছনা
যদি বল বেঁচে আছি
হ্যা তা আছি বটে
যেন অবশেষ পড়ে আছে
জীবন-মরণের মধ্যাবকাশে...







বিশেষ- 'অনুলেখা' কাব্য-সিরিজ' আমার স্বর্গীয়া স্ত্রী অনুলেখা মজুমদার
স্মরণে..........


ঘাতক-করোনা