পাড়ার পারুল--
চুলে হাতখোঁপা,চোখে কৃষ্ণকাজল
ঠোঁটে ইয়াঙ্কি লিপষ্টিক
পাছাপেড়ে শাড়ি আর সাবেকি গয়নায়
তুই লাগছিস ক্লাসিক,
মনে আমার ফাগুনের আগুন!
আকাশে ঘুরছিল শ্যামল বাদল
এইসব শুনে দুষ্টুমি করে ঝরে পড়লো,
পারুলকে ভিজিয়ে টলটলে করে দিল!
মনে করালো--এখন বসন্ত নয় এখন শ্রাবণ
আর 'শ্রাবণ মানে নিম্নগমন
                           শ্রাবণ মানে সৃষ্টি
ভিজে শাড়িতে পাড়ার পারুল
                    কে জানতো এত মিষ্টি.........'



(বরষার আয়োজন)