সম্মিলিত প্রার্থনা
প্রনব মজুমদার
( খবর ও পরিসঙ্খ্যান অনুযায়ী কালান্তক করোনার থার্ড-ওয়েভ আগতপ্রায়)
(আসরের সব কবি কে উত্সর্গীকৃত; সব কবিরই এই প্রার্থনা)


মুখোশ ছাড়া দরজার কপাট খোলা নিষিদ্ধ
জানলা বন্ধ বছরের পর বছর,
ছাদ একা পড়ে আছে
মনে হয় কেটে গেছে সত্য,ত্রেতা,দ্বাপর!
কলিযুগের শেষ সন্ধ্যায়
হে নতুন বছর
তোমার আগমন পথে ছড়িয়ে দিলাম
সমস্ত সুখদুঃখ রাগ-অভিমান;
তুমি নিয়ে এসো জীবনদায়ী হাসি
সবার সমস্ত অসুখ সেরে যাক
সবার মুখে ফুঁটে উঠুক আজীবনের হাসি
আর আমরা পায়ে পা মিলিয়ে হাঁটি
এক কালজয়ী বছরের আঙিনায়...