এই আসরে প্রকাশিত আমার সুপ্রিয় এবং নিশ্চিতভাবে সবার সুপ্রিয় কবিদের কবিতার স্মরণীয় পঙতিগুলো লিখলাম; দেখুন তো চিনতে পারছেন কিনা? আগামীতে তাদের নামপরিচিতিসহ কবিতার নাম প্রকাশ করব।


(১) ' শান্তির ললিত বাণী শোনার জন্য পাখির কাছে গিয়েছিলাম'
(২) ' অভিধানে অজস্র  শব্দের ভিড়, ঠেলাঠেলি চলে অবিরত'
(৩) ' মনের জানলা খুলে শ্বাস নিই কবিতার দক্ষিন হাওয়ায়'
(৪) ' বৃষ্টির সাথে রামধনুর  কিসের এত সংস্রব '
(৫) 'দুঃখ-আগুনে পোড়াবো আমাকে শোধিতে অতীত ঋণ '
(৬) ' বেঁচে থাকলে জীবন বলত- হে হে বয়েই গেছে '
(৭) ' ভূবন-সৌরভী তাপ লেগেই আছে জন্মের অগোচরে'
(৮) ' বাঁধ ভাঙা প্রেম আছড়ে পড়ে ফুটলে চম্পাকলি'
(৯) ''যেন ধরতে চাওয়া অচিন পাখির হঠাত্ প্রয়াণ'
(১০) ' দীর্ঘ পথ এভাবে সংক্ষিপ্ত হওয়া ভালো নয় '






ক্রমশঃ
বিশেষ--আমার স্বর্গীয় স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত