একটা মৌলিক কবিতা লিখবো বলে--
আনকোরা কাগজে আনকোরা কলম ছোঁয়ালাম,
দেখি--অদূরে সিড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে
সুদীর্ঘ আলখাল্লা পড়া এক সুদেহী,
   কাঞ্চনবর্ণ এক অনুপম বিদ্রোহী
সিড়ির দ্বিতীয় ধাপে --
    কতসব নতুন আলোর দিশারি
সমস্বরে বলছেন--সবকিছু লেখা হয়ে গেছে
নতুন কি লিখবে বলো?
পারো তো ফুল দিয়ে সাজাও মানুষের দুঃখগুলি!
এই নাও----দিলাম দীর্ঘ আশীর্বাদ----


আমার আর কিছুই লেখা হয়ে উঠলো না
কোরা কাগজ মাটিতে লুটোচ্ছে.....................