( আজ মহাসপ্তমী--কাল ষষ্ঠীর সন্ধ্যায় কি কি দেখেছি আর কিই বা বুঝেছি......)


তৃতীয় মন্ডপে--
মা যেন মাঝবয়েসি গৃহিণী
ভ্রূভঙ্গিমায় জানাচ্ছেন
দ্যাখ--কি নিপুনভাবে সাজিয়েছি
আমার ভাঙা সংসার খানি


চতূর্থ মন্ডপে--
মা যেন ভোলানাথের অভিজ্ঞ সহধর্মিনী
অভিব্যক্তিময় মুখমন্ডলের ইশারায়
বলছেন--
নিপীড়ন আর ব্যথা
কতটা সইতে হয়
আমরা মায়েরা জানি......


ভাড়া করা অতিথিগৃহের পুজামন্ডপের
দরজায় চিপকানো--
' হলের ভেতর খাবার খাবেন না"
' পরিত্যক্ত জিনিষ ডাষ্টবিনে ফেলুন'
' টব এর গাছের ফুল ছিরবেন না '
আর বিশেষ নিষেধাজ্ঞা--
' মায়ের মন্দিরে প্রবেশ নিষেধ'


স্নেহময়ী মা মাতব্বরের কথা সরিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছেন মন্ডপময়
আর সারা বছরের কাজ থুড়ি অকাজের থেকে মুক্তি পেয়ে
নেচে বেড়াচ্ছে শত শত আশ্বিন মন............
আজ সারা প্রবাস জুড়ে বাঙলার আলোড়ন.........
                                      
                                        (ক্রমশঃ)



'